কখনও জোড়া লাগবে না সাকিবের আঙুল…
প্রকাশিতঃ 2:51 pm | October 06, 2018
কালের আলো স্পোর্টস:
জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাম-হাতের কনিষ্ঠ আঙুলের গোড়ায় চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু বিশ্বসেরা অলরাউন্ডারের আঙুলটা আর কখনওই ফিরে আসবে না আগের জায়গায়। পুরোপুরি ঠিকও হবে না।
অস্ট্রেলিয়ার বিখ্যাত হ্যান্ড সার্জন গ্রেগ হয়কে চিকিৎসার জন্য শুক্রবার রাত ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা ছাড়েন সাকিব। সে সময় উপস্থিত সাংবাদিকদের তিনি এ দুঃসংবাদ জানান।
অস্ত্রোপচার বিলম্বিত হচ্ছে হাতে সংক্রমণ হওয়ায়। আপাতত সাকিব অস্ট্রেলিয়ায় যাচ্ছেন হাতের সংক্রমণের ব্যাপারে অস্ট্রেলিয়ান চিকিৎসকের পরামর্শ নিতে ও অস্ত্রোপচারের সম্ভাব্য সময় ঠিক করতে। এ বিষয়ে সাকিব বলেন, ইনফেকশনটা (সংক্রমণ) আমার সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। ওইটা যতক্ষণ পর্যন্ত জিরো পার্সেন্টে না আসবে, ততক্ষণ পর্যন্ত কোনো সার্জন অপারেশন করা যাবে না। ওইটাতে হাত দিলে বোনে (হাড়) চলে যাবে, আর বোনে চলে গেলে পুরো হাত নষ্ট। তবে, এখন আসল ব্যাপারটা হচ্ছে কীভাবে ইনফেকশনটা কমানো যায়।
তবে ২২ গজে কী আর কখনোই দেখা যাবে না বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই তারকাকে?
৩১ বছর বয়সী এই স্পিনিং অলরাউন্ডার বলেছেন, যেহেতু নরম হাড়, আর কখনও জোড়া লাগার সম্ভাবনা নেই। অস্ত্রোপচার করে ওরা (চিকিৎসক) এমন একটা অবস্থায় এনে দেবে হাতটা, ব্যাট ভালোভাবে ধরতে পারব, ক্রিকেট চালিয়ে যেতে পারব।
এশিয়াকাপ চলাকালে আঙুলে পুঁজ জমে যাওয়ায় তা বের করতে সার্জারি করেতে হয়েছিল। রাজধানী ঢাকার অ্যাপোলো হাসপাতালে। এ মুহূর্তে সাকিবের অস্ত্রোপচার করা খুব জরুরি হলেও আঙুলের যে পরিস্থিতি, তাতে অস্ত্রোপচার করতে আরও কয়েক সপ্তাহ সময় লাগবে। তাই অস্ত্রোপচার বিষয়ে মতামত নিতে অস্ট্রেলিয়া গেছেন সাকিব।
তবে কবে অস্ত্রোপচার করা হবে তা গ্রেগ হয়ের পরামর্শ অনুযায়ী ঠিক হবে। অস্ট্রেলিয়ান চিকিৎসককে দেখিয়ে পাঁচ দিন পর ফিরে আসার কথা রয়েছে সাকিবের।