মওদুদের পরামর্শ শুনলে ডুববে বিএনপি: কাদের
প্রকাশিতঃ 3:23 pm | October 06, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
মওদুদ আহমদের পরামর্শ শুনলে বিএনপিকে ডুবতে হবে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, আহমেদের পরামর্শ শুনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার বাড়ি হারিয়েছেন।
বিএনপিকে আওয়ামী লীগ নেতা বলেন, ‘মওদুদের পরামর্শ যত শুনবেন ততই ডুববেন। তিনি বেগম জিয়াকেও ডুবিয়েছে, হাসপাতালে রেখে মন্ত্রী হয়েছে। মওদুদ আহমেদ বহুরূপী ব্যারিস্টার।’
সপ্তাহব্যাপী আওয়ামী লীগের গণসংযোগের ষষ্ঠ দিনে শনিবার রাজধানীর চক বাজার সার্কুলার রোডে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কাদের।
গুলশানে জাল কাগজ তৈরি করে মওদুদ আহমদের বাড়ি দখল করে রাখার কথা তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘৪০ বছরের দখল করা জমি রক্ষা করতে আদালতে কাগজপত্র জমা দিয়েছিল মৃত ব্যক্তির নামে। কী লাভ হলো? বাড়ি রক্ষা করতে পারল? খালেদা জিয়ার বাড়িটাও মওদুদ আহমেদের পরামর্শে গেল। এসব লোক প্রতারক। এসব লোক নেতা? যাদের কোনো নৈতিকতা নেই।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে কাদের বলেন, ‘ক্ষমতায় থাকতে হাজার হাজার মানুষকে হত্যা করেছেন, অন্তঃসত্বা নারীদের নির্যাতন করেছেন। আমাদের অনেক নেতাকর্মী রাস্তায় নির্যাতনের স্বীকার হয়েছে। আওয়ামী লীগ আমলে বিএনপির কোন নেতাকে রাস্তায় ফেলে পেটানো হয়েছে?’
গত ১০ বছরে আওয়ামী সরকারের উন্নয়নও তুলে ধরেন ক্ষমতাসীন দলের নেতা। বলেন, ‘দেশের ৯ কোটি মানুষের হাতে ইন্টারনেট সেবা তুলে দেয়া হয়েছে। ১৪ কোটি মানুষের হাতে মোবাইল ফোন, দেশের প্রতিটি উপজেলায় ২০০ টির বেশি সেবা প্রদান করা হচ্ছে, বাংলাদেশের ব্যক্তিগত স্যাটেলাইট হয়েছে।’
জনসভা শেষে স্থানীয়দের মাঝে প্রচারপত্র বিলি করেন স্থানীয় আওয়ামী নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সাংসদ মো. সেলিম, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, মহানগর দক্ষিণ আওয়ামী লীগেরপ্রচার ও প্রকাশনা সম্পাদক আখতার হোসেনসহ জাতীয় ও স্থানীয় তৃণমূলের নেতাকর্মীরা।