টেকনাফে পাহাড় ধসে একই পরিবারের পাঁচজনের মৃত্যু

প্রকাশিতঃ 10:15 am | July 28, 2021

কালের আলো সংবাদদাতা

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে দুই পরিবারের পাঁচজন নিহত হওয়ার ১৫ ঘণ্টার মাথায় টেকনাফের হ্নীলায় পাহাড়ধসে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ জুলাই) দিবাগত রাত ২টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালী ভিলেজারপাড়ায় এ পাহাড়ধসের ঘটনা ঘটে।

নিহতরা হলেন-টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পাহাড়ি গ্রাম ভিলেজার পাড়া এলাকার সৈয়দ আলমের ছেলে শুক্কুর, জুবাইর, আবদুর রহিম, মেয়ে কহিনুর ও জাইনবা

হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, প্রবল বৃষ্টির মধ্যেই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভিলিজারপাড়ায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সৈয়দ আলমের পাঁচ সন্তান নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজনের সহায়তায় তিন ছেলে ও দুই মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান আরও বলেন, পাহাড় ধসের পর সৈয়দ আলমের ঘর মাটির নিচে চাপা পড়ে যায়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা যায়নি।

এর আগে গতকাল মঙ্গলবার জেলার উখিয়া, টেকনাফ ও মহেশখালী উপজেলায় প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভেসে গিয়ে এবং পাহাড় ধসে আটজনের মৃত্যু হয়।

এর মধ্যে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পেই মারা গেছে ছয়জন। সেখানে আহত হয়েছে আরও পাঁচজন। আর মহেশখালী ও টেকনাফে পাহাড় ধসে দেয়ালচাপায় আরও দুজন মারা গেছেন।

কালের আলো/বিএস/এনএল