লঘুচাপের প্রভাবে ভারী বর্ষণের শঙ্কা, ঝোড়ো হাওয়া বইছে

প্রকাশিতঃ 2:53 pm | July 29, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়া বইছে। এছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাই সমুদ্রবন্দর ও দেশের উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য নিশ্চিত করেছেন। একইসঙ্গে চার বিভাগে অতিভারি বৃষ্টি অব্যাহত এবং এতে পাহাড়ধসের শঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া বিভাগ।

এর আগে বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মোংলায়। সেখানে ২৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা অন্যান্য বিভাগের তুলনায় কম ছিল।

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, সুস্পষ্ট লঘুচাপটি বাংলাদেশের সাতক্ষীরা বর্ডারে ও ভারতের পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। আগামীকাল এটি ভারতের দিকে সরে যেতে পারে। তারপরও খুলনা ও রাজশাহী বিভাগে কাল বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে। তবে ঢাকাসহ অন্যান্য জেলায় কাল বৃষ্টির পরিমাণ কমে আসবে।

তিনি আরও বলেন, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও লঘুচাপের কেন্দ্রস্থল বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে। এর প্রভাবে আজ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হওয়া বয়ে যেতে পারে। এ ছাড়া, হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি এবং দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। নদীতে প্রবল স্রোত থাকায় দুর্ঘটনা এড়াতে দুপুর ১২টা দিকে বিআইডব্লিউটিসি এ সিদ্ধান্ত জানায়।

কালের আলো/এসআরবি/এমএম