বৃত্তের বাইরের দু’সহোদরের মানবিক নজিরের গল্পগাঁথা

প্রকাশিতঃ 10:37 pm | July 29, 2021

বৃত্তের বাইরের দু’সহোদরের মানবিক নজিরের গল্পগাঁথা

নিজস্ব সংবাদদাতা, কালের আলো :

যেকোন বিপদে বা সঙ্কটেই তারা নগরী তো বটেই জেলার বাসিন্দাদেরও আস্থার প্রতীক। করোনার ঘরবন্দি জীবনে অনেকেই যখন নিরাপদ দূরত্বকেই করেছেন নিয়ম সেই সময়েও সর্বোচ্চ ঝুঁকিই নিয়েছেন। প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণের গত দেড় বছরে নানাভাবে দু:স্থ, বিপন্ন এবং অসহায় মানুষের পাশে থাকাকেই একরকম ‘রুটিন ওয়ার্ক’ করেছেন দুই সহোদর- আমিনুল হক শামীম ও ইকরামুল হক টিটু।

একজন ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি অন্যজন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র। বলা হচ্ছে, চলতি করোনা সঙ্কটে ময়মনসিংহে ভরসা খোঁজার মতো সম্পূর্ণ মানবিক বোধসম্পন্ন দু’নেতৃত্ব।

খাদ্য বা আর্থিক সঙ্কটে হাসফাঁস সময়ে তাদের প্রকৃত মনুষ্যত্ববোধের পরিচয় অনেকটাই সহনীয় করেছে অসহায় বা বিপন্ন নগরীর সেইসব বাসিন্দাদের জীবনমানকে। ধারাবাহিকতা বজায় রেখে মাঠ আঁকড়ে থেকেছেন কম করে হলেও ৫০০ দিন।

আবার ডেল্টা ভ্যারিয়েন্ট অধ্যায়ে শ্বাসতন্ত্রের রোগ কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তিদের চাপ বেড়ে যাওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল কর্তৃপক্ষকে তাঁরা নিজেদের উদ্যোগে উপহার দিয়েছেন ৫০ টি অক্সিজেন সিলিন্ডার।

স্থানীয় কলেজ ছাত্রলীগকেও দিয়েছেন আরও ১০ টি অক্সিজেন সিলিন্ডার এবং করোনা রোগীদের আনা-নেওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্স। চিকিৎসা সচলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাদের এমন প্রয়াস।  

বেদনাভারাক্রান্ত সময়ে বুধবারের (২৮ জুলাই) দুপুরে তাদের এমন উপহার রীতিমতো স্বস্তি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের মতো মুখভার নগরীর বাসিন্দাদেরও। ওইদিন দুপুরের পর আবারও দেশের গণমাধ্যমে আলোচিত হয়েছে নগরীর ‘হক পরিবার’র আরও একটি মানবিক নজিরের উদাহরণ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট হচ্ছে ময়মনসিংহের সম্ভ্রান্ত হক পরিবারের দুই সহোদরের উচ্চায়ত মানবিক মূল্যবোধের গল্পগাঁথা।

এসব সারি সারি চিত্রপটের দৌলতেই করোনাকালীন গত দেড় বছর সময়ে তাদের সামগ্রিক হালহকিকত স্থানীয় জনসাধারণকে উদ্দীপ্ত করেছে। কালের আলোর পর্যবেক্ষণেও তুলে আনা হয়েছে নগরবাসীর ‘হৃদমাঝেরে’ তাদের ঠাঁই করে নেওয়ার চুম্বক পয়েন্ট।

মানবসেবাই জীবনের সত্যনিষ্ঠ এক অনুসঙ্গ
করোনার দহন যন্ত্রণায় মানুষে মানুষে মুখ দেখাদেখি বন্ধের এবং জীবনভীতির উলট-পালট সময়েও মোটেও পিছু হটেননি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক শামীম এবং মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইকরামুল হক টিটু। বুক টান করে পরিস্থিতি মোকাবেলা করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে করোনা যুদ্ধে আলো ও আশা জাগানোর নিরন্তর প্রয়াস নিয়েছেন। ক্লান্তিহীন স্বপ্ন-অভিযাত্রী যোদ্ধা হিসেবেই আরও একবার প্রমাণ করেছেন মানবসেবাই তাদের জীবনের সত্যনিষ্ঠ এক অনুসঙ্গ।

করোনা সঙ্কটকে জয়ের মন্ত্র
নিজ নিজ অবস্থান থেকে দু’ভাই নগরীর দু:স্থ ও অসহায় বাসিন্দাদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। জনসচেতনতা তৈরির মাধ্যমে করোনা সঙ্কটকে জয়ের মন্ত্র গেঁথেছেন নিজেদের মস্তিষ্কে।

গত দেড় বছরে কয়েক ধাপে প্রায় দেড় লক্ষ পরিবারের কাছে নিজস্ব উদ্যোগে খাদ্য সহায়তা দিয়েছেন। অভাবী ও অসহায়ের মুখে মুখে ফুটিয়েছেন স্বস্তির হাসি। কাটিয়ে দিয়েছেন অনিশ্চয়তা। বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর তাদের নিরন্তর প্রচেষ্টা নগরীর সম্ভ্রান্ত হক পরিবারের মর্যাদা ও সম্মান বাড়িয়ে দিয়েছে বহুগুণে।

এছাড়াও ইকরামুল হক টিটু গত দেড় বছরে মানবিক প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন খাদ্যশস্য, নগদ অর্থসহ অন্যান্য উপহারসমূহ নিজের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সঠিক ব্যক্তির কাছে পৌঁছে দিয়ে সরকারের ভাবমূর্তিও উজ্জ্বল করেছেন।

আমরা তোমাদেরই লোক
রাজনীতিতে লোক দেখানো ভাবে ‘আমি তোমাদেরই লোক’ ভাবমূর্তি রচনা করতে পরিপক্ক একশ্রেণি। কিন্তু নিজেদের কর্ম আর ভালোবাসার মধ্যে দিয়েই ইকরামুল হক টিটু এবং আমিনুল হক শামীম  ময়মনসিংহে বারবার নিজেদের প্রমাণ করেছেন।

এই নগরীর বাসিন্দারা আপদে-বিপদে তাদের পাশে পেয়েছেন দু’ভাইকে। স্বভাবতই আপন করে নিয়েছেন মেয়র ইকরামুল হক টিটু ও আমিনুল হক শামীম সিআইপিকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানব কল্যাণে রাজনৈতিক দর্শনকে ধারণ করেই নগরীর বাসিন্দাদের কাছে বলিষ্ঠ প্রাণময় শক্তির উৎস হয়ে উঠেছেন হক পরিবারের এই দু’সহোদর। সঙ্কটে অনুপ্রেরণাময় এ দু’ব্যক্তিত্বের জন্যই কন্ঠে কন্ঠে গুঞ্জরিত হচ্ছে-‘আমরা তোমাদেরই লোক’।

কালের আলো/জিকেএম/এমকে