নেপালকে হারিয়ে শিরোপা জয় বাংলার মেয়েদের
প্রকাশিতঃ 9:04 pm | October 07, 2018
কালের আলো ডেস্ক:
কিছুদিন আগে এই ভুটানেই অনূর্ধ্ব-১৫ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল বাংলাদেশ। সে হতাশার রেশ কাটতে না কাটতেই অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে নেমে পড়ে বাংলাদেশের মেয়েরা। এবার প্রতিপক্ষ ভারত নয়, নেপাল। যাদের বিপক্ষে গ্রুপ পর্বে জয় পেয়েছিল স্বপ্না-সানজিদারা। ফাইনালেও তাদের হারিয়ে শিরোপার উল্লাস করে লাল-সবুজের দল।
রোববার(৭ অক্টোবর) ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ফাইনালে ১-০ গোলে জিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। বাংলাদেশের জয়ে একমাত্র গোলটি করেন মাশুরা পারভীন। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে লক্ষ্যভেদ করেন তিনি।
গত বছর ডিসেম্বরে ঢাকায় মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার আরেকটি শিরোপা জেতে বাংলাদেশের মেয়েরা।
কালের আলো/এসএম