পাকিস্তানের নতুন হাইকমিশনারকে প্রত্যাখ্যান বাংলাদেশের!
প্রকাশিতঃ 10:42 pm | October 07, 2018
সেন্ট্রাল ডেস্ক, কালের আলো:
‘পাকিস্তানের নতুন হাইকমিশনার সাকলাইন সায়েদাকে গ্রহণ করেনি বাংলাদেশ।’ এমন খবর প্রকাশ করেছে পাকিস্তানের ডেইলি টাইমস। ‘ঢাকা রিফিউজেস টু অ্যাকসেপ্ট নিউ পাকিস্তানি হাইকমিশনার’ শিরোনামে তারা খবরটি প্রকাশ করেছে।
ডেইলি টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার রাফিউজ্জামান সিদ্দিকীর মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়। এরপর ঢাকায় দেশটির নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার জন্য কূটনীতিক সাকলাইন সাঈদাকে এই পদে মনোনীত করে পাকিস্তান।
এ বিষয়ে ঢাকায় কাগজপত্র পাঠিয়ে দিলে বাংলাদেশ সরকার এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। এ বিষয়ে ঢাকা থেকে বিদায় নেওয়া পাকিস্তানের হাইকমিশনার রাফিউজ্জামান সিদ্দিকী ডেইলিটাইমসকে বলেছেন, ‘কোনো দেশে হাইকমিশনার নিয়োগে সর্বোচ্চ একমাস সময় লাগতে পারে। এতদিন সময় লাগা মানে বুঝতে হবে তাকে (সাকলাইন সাঈদা) বাংলাদেশ প্রত্যাখ্যান করেছে।’
কূটনৈতিক সূত্রে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার রাফিউজ্জামান সিদ্দীকির মেয়াদ শেষ হয়।
তবে এ বিষয়ে জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি।
কালের আলো/এমএইচ