মেয়র আতিকের ‘টেন মিনিটস থিওরি’, প্রতিরোধ হবে ডেঙ্গু আর চিকনগুনিয়া

প্রকাশিতঃ 8:09 pm | July 30, 2021

বিশেষ সংবাদদাতা, কালের আলো :

মৃত্যুর দূয়ার থেকে নিজেকে রক্ষার মাধ্যমে প্রকারান্তরে গোটা নগরবাসীকে নিরাপদ করতেই যেন তাঁর ব্যতিক্রমী এক আয়োজন! নিজের বোধ-বুদ্ধির বহুমাত্রিক বিবেচনাকে আরও শাণিত করার প্রাণান্তকর প্রয়াস। নগর জীবনের অনভ্যস্ত অনুশীলনকে কার্যত ধ্রুবসত্যের অবয়বে মন-মননের দূয়ার খুলে প্রত্যেকের ভেতরের সত্তাকে জাগিয়ে তোলার মাধ্যমেই মাত্র ‘টেন মিনিটস’ অ্যাকশন।

নিজের বুকভরা স্বপ্ন, অকপটতা-সততার প্রণোদনায় সব জঞ্জাল সাফ করে দিতে সম্পূর্ণ নতুন এক থিওরি। দিনক্ষণ প্রতি সপ্তাহের শনিবার। সকাল ১০টা। প্রাণোচ্ছ্বল মেজাজে ১০ মিনিটের কর্মতৎপরতা নিজের বাসাকে ঘিরে। নিজ হাতে পরিচ্ছন্ন ঘর-দূয়ার।

বাসায় জমে থাকা স্বচ্ছ পানি ফেলে দেওয়া। নিজস্ব সচেতনতা আর দায়িত্ববোধের মাধ্যমে নগরজীবনে হানা দেওয়া এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়াকে পুরোপুরি বিদায় জানানোর অভিনব এক সামাজিক আন্দোলন।

দীর্ঘ অভিজ্ঞতা আর চিন্তাশক্তিতে বলীয়ান হয়েই পরীক্ষিত দৃঢ় এক ভিত্তি দেওয়ার মাধ্যমে সমাজমানসে গুণগত এক পরিবর্তন আনতেই এবার ব্রত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো.আতিকুল ইসলাম।

করোনা ডেল্টা ভ্যারিয়েন্টের উর্ধ্বগতিতে চিন্তার ভাঁজ যখন কপালে তখন আবার মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে হানা দিয়েছে ডেঙ্গু সংক্রমণ। পরিস্থিতি মারাত্মক আকারে পৌঁছার আগেই ডেঙ্গুর রাশ টেনে ধরতেই ‘টেন মিনিটস থিওরি’ নিয়ে সামাজিক সচেতনতা বলয় গড়ার দীপ্ত অঙ্গীকার নিয়েই ডে-নাইট নিজেকে সক্রিয় রেখেছেন ডিএনসিসির টানা দু’বারের নির্বাচিত এই নগর পিতা।

ডিএনসিসি সূত্র জানায়, চলতি মাসের শুরু থেকেই ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে একযোগে মশক নিধনে চিরুনি অভিযান শুরু করেছে ডিএনসিসি। সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিবেশকে পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিরতিহীন আহ্বানে জানিয়ে যাচ্ছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

প্রত্যেককে দায়িত্ববান হয়ে নিজেদের ঘরবাড়ি ও আশেপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বংশ বিস্তারকে রোধ করার ডাক দিয়ে একটি স্লোগান নির্ধারণ করেছেন। ‘তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন’ ¯স্লোগান একেকদিন একেক এলাকায় বিশেষ চিরুনি অভিযানে যোগ দিচ্ছেন।

ডিএনসিসির বিভিন্ন এলাকায় ৭ শতাধিক স্বেচ্ছাসেবকদের মধ্যে যিনি এডিস মশার উৎপত্তিস্থল সম্পর্কে সবচেয়ে বেশি তথ্যবহুল ছবি সরবরাহ করতে পারবেন তাকে পুরস্কৃত করারও ঘোষণা দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে সঙ্গে নিয়ে বুধবার (২৮ জুলাই) রাজধানীর মোহাম্মদপুর ইকবাল রোড থেকে বিশেষ চিরুনি অভিযানের উদ্বোধন করে ডেঙ্গু প্রতিরোধে নতুন একটি ডেটলাইনও নির্ধারণ করেছেন। আগামীকাল শনিবার (৩১ জুলাই) সকাল ১০ টায় ১০ মিনিট নিজ নিজ বাসা পরিস্কার করার মাধ্যমে সামাজিক আন্দোলনেরও আহ্বানে জানিয়েছেন মেয়র।

এরকম প্রতি শনিবার ১০ টায় ১০ মিনিট পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে উদ্দীপ্ত করেছেন নগরবাসীকে। পাশাপাশি যে ওয়ার্ডে কম ডেঙ্গু রোগী পাওয়া যাবে সেই ওয়ার্ড কাউন্সিলরকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন।

নিজের ঘর পরিস্কারের মধ্যে কোন লজ্জাবোধ নেই এমনটি উল্লেখ করে বৃহস্পতিবার (২৯ জুলাই) মগবাজার চৌরাস্তার মোড়ে মশক নিধনে চিরুনি অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রমে মেয়র বলেছেন, ‘আগামী শনিবার সকাল ১০টায় ১০ মিনিট আমি আমার বাসা পরিষ্কার করব। আপনিও আপনার বাসা পরিষ্কার করুন।

আমরা যদি সচেতন না হই তাহলে আমাদের পক্ষে অসম্ভব ব্যাপার এই ডেঙ্গু নির্মূল করা। ঘরে বসে প্রত্যেকে নিজের ঘর নিজে পরিষ্কার করব, লজ্জা কিসের? আমার ঘর আমি পরিষ্কার করব, আপনার আপনার ঘর পরিষ্কার করুন। আমি শনিবার ঘর পরিষ্কারের সময় লাইভে কথা বলতে চাই। আপনিও দেখান এভাবে প্রত্যেকে যদি নিজের ঘর পরিষ্কার করি তাহলে একটা সামাজিক আন্দোলনে পরিণত হবে।’

কালের আলো/জিকেএম/এমএএএমকে