পিটিয়ে বন্যপ্রাণী হত্যাকারী সেই ব্যক্তি আটক
প্রকাশিতঃ 11:02 pm | July 30, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
সম্প্রতি সাতক্ষীরায় বনবিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযুক্ত সাইফুল ইসলাম নামের সেই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩০ জুলাই) তাকে সাতক্ষীরার কালীগঞ্জ থেকে তাকে আটক করা হয়। এদিন বিকেলে পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সদরদপ্তর জানায়, সাতক্ষীরার এক সচেতন নাগরিক অভিযোগ করেন, সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে বন্যপ্রাণি হত্যা করে আসছেন। এ বিষয়ে এলাকার মানুষজন তাকে বিভিন্ন সময় নিষেধও করেছে। কিন্তু তিনি কারও কথাই শোনেন না। সর্বশেষ গত ২৬ জুলাই একটি বনবিড়ালকে পিটিয়ে হত্যা করেন। যার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযুক্ত মো. সাইফুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ থানার মথুরেশপুর ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রামের বাসিন্দা।
অভিযোগ পেয়ে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং সাতক্ষীরার কালীগঞ্জ থানার ওসি মো. গোলাম মোস্তফাকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করে। বার্তা পেয়ে ওসি কালীগঞ্জ তার একটি টিমকে নিয়োজিত করেন।
পুলিশ জানায়, তৎপরতা বুঝতে পেরে ওই ব্যক্তি আত্মগোপনে চলে গিয়েছিলেন। কয়েকদিন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবশেষে তাকে আটক করে সাতক্ষীরার কালীগঞ্জ থানা পুলিশ। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কালের আলো/এসকে/বিআরবি