যুক্তরাষ্ট্রে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২০

প্রকাশিতঃ 9:53 am | October 08, 2018

কালের আলো ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে দুটি গাড়ির মধ্যকার সংঘর্ষে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। এটিকে সে দেশের অন্যতম বড় দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছে মার্কিন কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের পুলিশ ও জাতীয় পরিবহণ নিরাপত্তা বোর্ডের (এনটিএসবি) বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স।

শনিবার বিকেলে নিউ ইয়র্কের স্কহেয়ারি এলাকার এক পার্কিলটে এ দুর্ঘটনা ঘটে। যাত্রাবাহী একটি লিমোজিন গাড়ি পার্কিলটে থাকা টয়োটা হাইল্যান্ডার গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে সড়ক সংলগ্ন দোকানের পথচারীদের ওপর গিয়ে পড়ে। এতে ওই ২০ জন নিহত হয়। এদের মধ্যে লিমোজিন গাড়িরই ১৮ জন। বাকি দুইজন পথচারী।

তবে দুর্ঘটনায় নিহতদের পরিচয় জানাতে অস্বীকৃতি জানিয়েছে কর্তৃপক্ষ। কেবল বলা হয়েছে, নিহতদের বেশিরভাগই বয়সে তরুণ।

দুর্ঘটনা সম্পর্কে এনটিএসবি’র চেয়ারম্যান রবার্ট সুমওয়াল্ট বলেন, ‘এটি একটি ভয়াবহ ঘটনা। গত ১২ বছর ধরে আমি এই দায়িত্ব পালন করে আসছি। কিন্তু এতবড় দুর্ঘটনা এর আগে দেখিনি। আসলে আমরা অনেক বছর ধরে কোনো দুর্ঘটনায় এত মানুষের মৃত্যু হতে দেখিনি।’

যুক্তরাষ্ট্রে ২০০৯ সালের পর এটিই সবচেয়ে বড় পরিবহন দুর্ঘটনা। ২০০৯ সালে নিউ ইয়র্কের ব্যাফেলো এলাকায় এক বিমান দুর্ঘটনায় ৪৯ জন নিহত হয়েছিল।

কালের আলো/এমএইচ