কোথায় ছিলেন ড. কামাল?
প্রকাশিতঃ 10:01 am | October 08, 2018
সেন্ট্রাল ডেস্ক, কালের আলো:
গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেনের সিঙ্গাপুর সফর নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমীন হাওলাদার দাবি করেছেন ড. কামাল হোসেন চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাননি। তার সিঙ্গাপুর যাওয়ার খবর মিথ্যা, সময় হলে সবই জানতে পারবেন।
রোববার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দলের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যদের যৌথ বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে জাপা মহাসচিব এ কথা বলেন।
এর আগে ড. কামাল হোসেনের ঘনিস্ট সূত্র জানায়, পায়ের চিকিৎসার জন্য গত ২৬ সেপ্টেম্বর রাতে ঢাকা ছাড়েন দেশের সিনিয়র এ আইনজীবী। প্রথমে ব্যাংকক ও পরে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পায়ের চিকিৎসা করিয়ে নয়দিন পর শনিবার (৬ অক্টোবর) দুপুরে তিনি ঢাকায় ফেরেন।
ড. কামালের হোসেন সিঙ্গাপুর সফরে যাওয়ার আগে জাতীয় ঐক্য প্রক্রিয়ায় যোগ দিতে জাপার সঙ্গে যোগাযোগ করেছিল কিনা জানতে চাইলে বেশ জোড়ালোভাবে রুহুল আমীন বলেন, ড. কামাল সিঙ্গাপুর যাননি। এটা মিথ্যা কথা। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। আর সময় হলে এ বিষয়ে জানতে পারবেন।
দেশের রাজনৈতিক অঙ্গনে এখন বড় প্রশ্ন. আসলে ড. কামাল কোথায় ছিলেন?