সন্তানের অভিভাবকত্বের লড়াইয়ে জয়ী হলো বাবা

প্রকাশিতঃ 4:32 pm | October 08, 2018

আদালত ডেস্ক, কালের আলো:

চট্টগ্রামে দুই শিশুর অভিভাবকত্ব দ্বন্দ্বে বাবা মঈনুল ইসলাম চৌধুরীর কাছে দুই সন্তানকে রাখার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

সোমবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। কনটেম্পট পিটিশন খারিজ করে এমন আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

আদেশে বলা হয়, চট্টগ্রামের ওই দম্পতির দুই সন্তান রিয়ানা ও রোহান আপাতত বাবা মঈনুল হোসেন চৌধুরীর কাছেই থাকবেন। তবে, দুই সন্তানকে নিয়মিত দেখতে যেতে পারবেন মা রোমানা ফয়েজ। সেই সঙ্গে রিয়ানা ও রোহানকে নিয়মিত মনোচিকিৎসকদের তত্ত্বাবধানে রাখতে বলেছেন আদালত।

কালের আলো/ওএইচ