বন্ধু দিবসে ময়মনসিংহে অসহায়দের খাদ্য সামগ্রী দিলো ইয়ামাহা রাইডার্স ক্লাব

প্রকাশিতঃ 10:30 pm | August 01, 2021

কালের আলো সংবাদদাতা:

বন্ধু দিবস উপলক্ষে ময়মনসিংহে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ইয়ামাহা রাইডার্স ক্লাব ময়মনসিংহ।

রোববার (০১ আগস্ট) ময়মনসিংহ নগরীর বিভিন্ন স্থানে অর্ধশতাধিক মানুষের মাঝে এসব নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ করা হয়।

ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা জানান, করোনায় ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকার অসহায় ও কর্মহীন হয়ে যাওয়া অর্ধশতাধিক পরিবারের মাঝে এসব বিতরণ করেন তারা।

প্রতিজনকে দেওয়া খাদ্য সামগ্রীতে ছিল- ৩ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি আলু ও হাফ কেজি চিনি।

ইয়ামাহা রাইডারস ক্লাব বাংলাদেশের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন কালে রাইডার্স ক্লাব ময়মনসিংহ ও এসিআই মটরস লিমিটেডের ময়মনসিংহ জোনের মার্কেটিং অফিসার জহিরুল ইসলাম সুজনসহ রাইডার্স ক্লাবের এডমিন, মডারেটর ও সদস্যরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এসআরকে/এমএইচএ