ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ২৩ জনের মৃত্যু
প্রকাশিতঃ 12:51 pm | August 02, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জন করোনায় এবং ১৬ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ক্রমবর্ধমান চাহিদা সামাল দিতে মমেকহা কর্তৃপক্ষ আইসিইউ বেড ২০ থেকে ২৫ এ উন্নীত করেছে।
সোমবার (২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান,হাসপাতালটিতে একদিনে সর্ব্বোচ্চ সংখ্যক মৃত্যুর রেকর্ড এটিই। রবিবার থেকে সোমবার পর্যন্ত করোনায় মারা গেছেন- ময়মনসিংহের ৫ জন ও নেত্রকোনার ২ জন। এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহের ১০ জন ও জামালপুরের ৩ জন, গাজীপুরের ২ জন ও নেত্রকোনার একজন।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে ২৩০ আসনের বিপরীতে বর্তমানে ৫৩৫ জন রোগী ভর্তি আছেন৷ যা এখন পর্যন্ত সর্ব্বোচ্চ। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২৫ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৬২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন।
এদিকে ময়মনসিংহ জেলায় ৪ জেলায় ১ হাজার ৬১৭ টি নমুনা পরীক্ষা করে ৪৯৫ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। শনাক্তের হার ৩৯ দশমিক ৬১ শতাংশ বলে জানিয়েছে সিভিল সার্জন দপ্তর।
কালের আলো/আরএস/এমএইচএস