কোভিডে আক্রান্ত হয়ে ময়মনসিংহের নির্বাচন কর্মকর্তার মৃত্যু
প্রকাশিতঃ 2:00 pm | August 03, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
করোনা আক্রান্ত হয়ে ময়মনসিংহের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবিএম সাইফুজ্জামান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৩ আগস্ট) ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বিষয়টি নিশ্চিত গণমাধ্যমকে জানিয়েছেন,নেত্রকোণার আটপাড়া উপজেলার গ্রামের বাড়িতে দাফন করা হবে সাইফুজ্জমানকে।
তিনি বলেন, জুলাইয়ের শেষ সপ্তাহে সাইফুজ্জামানের জ্বর, শ্বাস কষ্টসহ করোনার উপসর্গ দেখা দেয়। করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর বৃহস্পতিবারের দিকে হাসপাতালে ভর্তি হন। পরিস্থিতির অবনতি হয়ে মঙ্গলবার সকালে মারা গেছেন ৪৫ বছর বয়সী এ অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।
২০০৫ সালে ইসি সচিবালয়ে যোগ দেওয়া এ বি এম সাইফুজ্জামান স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।
কেভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের অনেক কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন।
কালের আলো/আরএস/এমএইচএস