রূপগঞ্জে নিহত ২৪ জনের লাশ পাচ্ছে পরিবার
প্রকাশিতঃ 9:44 pm | August 03, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের মধ্যে ২৪ জনের মরদেহ আগামীকাল বুধবার (৪ আগস্ট) হস্তান্তর করবে জেলা প্রশাসন। অগ্নিকাণ্ডের ঘটনায় মারা যাওয়া ৪৮ জনের ডিএনএ পরীক্ষা করে ৪৫ জনকে শনাক্ত করা হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে ২৪ জনের লাশ হস্তান্তর করা হবে।
মঙ্গলবার (৩ আগস্ট) মর্গে উপস্থিত থেকে মরদেহ বুঝে নিতে ফোন করেছে পুলিশ এবং হাসেম ফুডসের পক্ষ থেকে নিহতদের পরিবারে ফোন করা হয়েছে।
নারায়ণগঞ্জ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন জানান, রূপগঞ্জের আগুনে মারা যাওয়া ৪৫ জনের পরিচয় শনাক্ত করতে পেরেছি। এদের মধ্যে ৩০ জন নারী ও ১৫ জন পুরুষ। ৩টি মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। মরদেহ তিনটির পরিচয় শনাক্তকরণের কাজ চলছে।
তিনি বলেন, প্রথম দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের ২৪ জনের মরদেহ হস্তান্তর করা হবে। পরের দুদিন ধারাবাহিকভাবে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে থাকা মরদেহ হস্তান্তর করা হবে।
গত ৮ জুলাই বিকেলে রূপগঞ্জের হাসেম ফুড লিমিটেডের ৬ তলা কারখানা ভবনে আগুন লাগার ঘটনায় এ পর্যন্ত ৫২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩০ শ্রমিক। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৮ টি ইউনিট টানা প্রায় ৪৮ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করে।
কালের আলো/আরএস/এমএইচএস