রূপগঞ্জে লেদার কারখানার আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিতঃ 3:45 pm | August 04, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে লেদার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট পৌনে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (৪ আগস্ট) ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান আগুন নিয়ন্ত্রণে কাঞ্চন, ডেমরা ও আড়াইহাজার ফায়ার স্টেশনের ১৪টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি বলেন, দুপুর ১২টার দিকে তিনতলা ভবনে এ আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের কাছে খবর আসে। প্রথমে ১৩ ইউনিট ও পরে আরও ১ ইউনিটসহ মোট ১৪ ইউনিটের চেষ্টায় সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এর আগে, গত ৮ জুলাই বিকেলে রূপগঞ্জের হাসেম ফুড লিমিটেডের ৬ তলা কারখানা ভবনে আগ্নিকাণ্ডে ৫২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ শ্রমিক।

কালের আলো/আরএস/এমএইচএস