চালু হলো কৃষিপণ্যের বেচাকেনায় সরকারি অ্যাপ ‘সদাই’

প্রকাশিতঃ 4:51 pm | August 04, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

দেশে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় কৃষি বিপণন অ্যাপ ‘সদাই’ চালু করলো কৃষি মন্ত্রণালয়। কৃষক ও কৃষি উদ্যোক্তারা এখন থেকে অ্যাপের মাধ্যমে তাদের কৃষিপণ্য বিক্রি করতে পারবেন।

বুধবার (৪ আগস্ট) কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এ অ্যাপের উদ্বোধন করেন।

‘সদাই’ দুটি অ্যাপ। একটি ভোক্তা সাধারণের ব্যবহারের জন্য ‘সদাই’ ও অন্যটি উদ্যোক্তাদের জন্য ‘সদাই উদ্যোক্তা’। দুটি অ্যাপই গুগল প্লে স্টোর থেকে কৃষি উদ্যোক্তা ও ভোক্তা সাধারণ ডাউনলোড করে নিতে পারবেন।

এসব অ্যাপের মাধ্যমে পাঁচ ক্যাটাগরির অসংখ্য কৃষি উদ্যোক্তা তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারবেন। একইসঙ্গে বিপণন চ্যানেলে মধ্যস্থতাকারীদের ভূমিকা কমবে বলে মনে করছেন কৃষি বিপণন অধিদফতরের কর্মকর্তারা।

প্রাথমিকভাবে শুধু জেলা সদরে এ অ্যাপের মাধ্যমে বিপণন কার্যক্রম চালু করা হচ্ছে। ক্রমান্বয়ে এর কার্যপরিধি উপজেলা পর্যায়ে সম্প্রসারণ করা হবে।

কৃষি বিপণন অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মোহাম্মদ ইউসুফ বলেন, কৃষিপণ্য উৎপাদনে আমাদের কমতি না থাকলেও বিপণনে কিছু সমস্যা রয়েছে। করোনাকালীন সেটা আরও প্রকট হয়েছে। তথ্যপ্রযুক্তির সুবিধা ব্যবহার করে আমরা বিপণনের ক্ষেত্রে ভিন্নমাত্রা আনতে চাচ্ছি।

কালের আলো/টিআরকে/এসআইএল