নওগাঁয় ট্রাকচাপায় বাবা-ছেলেসহ নিহত ৩

প্রকাশিতঃ 1:14 pm | October 09, 2018

কালের আলো ডেস্ক:

নওগাঁর পত্নীতলায় ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটে উপজেলার নজিপুর-নওগা রোডের কালনাকাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- আব্দুস সালাম (৪৫) ও তার ছেলে তৌফিক (২৭)।

তাদের বাড়ি মহাদেবপুর উপজেলার চকদৌলত গ্রামে।

নিহত মোটরসাইকেল চালকের নাম এখনও জানা যায়নি।

পত্নীতলার থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতরা মোটরসাইকেল যোগে মহাদেবপুর থেকে পত্নীতলা সদর নজিপুরে যাচ্ছিলেন। নজিপুর-নওগাঁ রোডের কালনাকাটি এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতদের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

দুর্ঘটনার পর ঘাতক ট্রাক ও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।