করোনায় আক্রান্ত বরিশালের পুলিশ সুপার
প্রকাশিতঃ 11:32 am | August 05, 2021

কালের আলো সংবাদদাতা:
করোনায় আক্রান্ত হয়েছেন বরিশাল জেলা পুলিশ সুপার মারুফ হোসেন। তিনি বর্তমানে সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন।
বুধবার (৪ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন।
তিনি জানান, গত সোমবার পুলিশ সুপার মারুফ হোসেন শারীরিকভাবে অসুস্থবোধ করলে সরকারি বাসভবনে সম্পূর্ণ আইসোলেশনে চলে যান। মঙ্গলবার কোভিড-১৯ পরীক্ষার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের সদস্যরা তার নমুনা সংগ্রহ করে নিয়ে যান। বুধবার পাওয়া রিপোর্টে তিনি করোনা পজিটিভ বলে নিশ্চিত হওয়া যায়।
বর্তমানে পুলিশ সুপার মারুফ হোসাইন সরকারি বাসভবনে আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শানুযায়ী চিকিৎসা গ্রহণ করছেন।
অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে জেলা পুলিশের কর্মকাণ্ড পরিচালনা করছেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন।
কালের আলো/আরএস/এমএইচএস