মমেক হাসপাতালে করোনা ও উপসর্গে ২১ জনের মৃত্যু, আক্রান্ত ৩১৬
প্রকাশিতঃ 11:57 am | August 05, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৬ জন করোনায় ও ১৫ জন উপসর্গে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) মমেক হাসপাতাল করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, করোনায় মৃতদের মধ্যে ময়মনসিংহের তিনজন, টাঙ্গাইল, জামালপুর ও কিশোরগঞ্জের একজন করে রয়েছেন। এদের মধ্যে চারজন পুরুষ ও দুই জন নারী। বয়স ৪০ থেকে ৭০ বছর।
অন্যদিকে করোনা উপসর্গ নিয়ে মৃতদের মধ্যে ময়মনসিংহের ১১ জন, জামালপুরের দুইজন, টাঙ্গাইল ও নেত্রকোনার একজন করে রয়েছেন।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৮৬ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৫৮০ জন এবং আইসিউতে ২২ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়েছেন ৬৮ জন।
জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৬৩টি নমুনা পরীক্ষায় আরও ৩১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২০ দশমিক ২১ শতাংশ। আজ সকাল পর্যন্ত জেলায় মোট করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা ১৬ হাজার ৬৯১। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৩৩০ জন। করোনায় আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন ১৮১ জন।
কালের আলো/আরএস/এমএইচএস