রোববার বন্ধ থাকবে ব্যাংক
প্রকাশিতঃ 3:43 pm | August 05, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
আগামী রোববার (৮ আগস্ট) ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
তবে সোমবার ও মঙ্গলবার লেনদেন চলবে। ওই দুই দিন লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন ছাড়াও রোববার ব্যাংক বন্ধ থাকবে। এছাড়া ৯ ও ১০ আগস্ট ব্যাংক লেনদেন সকাল ১০টা হতে বিকাল ৩টা পর্যন্ত চলবে। লেনদেন পরবর্তী আনুষাঙ্গিক কার্যক্রম চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
প্রজ্ঞাপনে বলা হয়, মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে কঠোরভাবে সীমিত সংখ্যক লোকবল দিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে।
কালের আলো/আরএস/এমএইচএস