শেখ কামালের জন্মদিনে ময়মনসিংহে স্টেজ ফর ইয়ুথের দোয়া মাহফিল
প্রকাশিতঃ 10:57 pm | August 05, 2021

কালের আলো সংবাদদাতা:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে স্টেজ ফর ইয়ুথ ময়মনসিংহ।
বৃহস্পতিবার (০৫ আগস্ট) ময়মনসিংহের বাশমহল মরাখলা( শশ্মান ঘাট পানির ট্যাংকি) আত-তাবীব ইসলামিয়া এতিমখানা ও মাদ্রাসায় দোয়ার আয়োজন করে সংগঠনটি।
এ সময় স্টেজ ফর ইয়ুথ ময়মনসিংহের আহ্বায়ক সাফরান আহমেদ, আহানাফ তাহামিদ, মাহিম, অলকসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
কালের আলো/এআরবি/এমএম