বিপিএলে পুলিশে হোঁচট খেল মোহামেডান
প্রকাশিতঃ 11:49 pm | August 05, 2021
স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় পর্বে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে রুখে দিলো বাংলাদেশ পুলিশ এফসি।
বাংলাদেশ পুলিশ ক্লাবের এ কৃতিত্বে র্যাব ডিজি ও ক্লাবের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি টিম স্পিরিট ধরে রেখে ভবিষ্যতে আরও ভালো করার জন্য খেলোয়াড়দের প্রতি আহবান জানিয়েছেন।
বৃহস্পতিবার (০৫ আগস্ট) বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমে গোল করেও শেষ পর্যন্ত মোহামেডান ১-১ ব্যবধানে ড্র করেছে পুলিশের বিপক্ষে।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার ১৭ মিনিটের মাথায় মোহামেডানের পক্ষে প্রথম গোল করেন জাফর ইকবাল। জবাবে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের কোয়াকো ৮৬ মিনিটের মধ্যে মাথায় গোল করে খেলায় সমতা আনতে সক্ষম হন।
বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ১৯ পয়েন্ট অর্জন করে বর্তমানে ৮ম স্থানে রয়েছে। লিগের ১৮টি খেলায় চারটিতে জয় লাভ করেছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব, ড্র করেছে সাতটিতে।
প্রসঙ্গত, এ লিগে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব ইতোপূর্বে আবাহনী লিমিটেডের সাথেও ড্র করেছে।
কালের আলো/বিএস/এমএইচ