ফিলিপাইনকে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে তাজিকিস্তান
প্রকাশিতঃ 7:28 pm | October 09, 2018
কালের আলো স্পোর্টস:
বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রথম ফাইনালিস্ট হিসেবে নাম লিখিয়েছে তাজিকিস্তান। শক্তিশালী ফিলিপাইনকে ২-০ গোলে হারিয়ে প্রথম সেমিফাইনালে জয় পেয়েছে তারা। দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ও ফিলিস্তিন মুখোমুখি হবে আগামীকাল বুধবার। আগামী শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে জয়ী দলের বিপক্ষে ফাইনাল ম্যাচে মাঠে নামবে তাজিকিস্তান।
আজ মঙ্গলবার কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় তাজিকিস্তান ও ফিলিপাইন। ৩১ মিনিটে প্রথম লক্ষ্যভেদ করতে সমর্থ হয় তাজিকিস্তান। তাবরেজির বাড়ানো ক্রসে রাহিমোভ অসাধারণ হেড করেন। সেই হেডকে দারুণ সাইডভলি করে তাজিকিস্তানকে প্রথম গোল এনে দেন তুরসুনোভ। তখনই সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে শক্তিশালী ফিলিপাইনস। এমনকি ৩৩ মিনিটের মাথায়ই গোলের সম্ভাবনা তৈরি করে ফিলিপাইনস। মাইকেল ড্যালিয়েলসের ডাইভিং হেড অল্পের জন্য গোলপোস্টে জড়ায়নি। তবে পরবর্তী সময়ে তেমন সম্ভাবনা আর তৈরি করতে পারেনি কোনো দলই।
দ্বিতীয়ার্ধ্বের শেষ দিকে ফিলিপাইনস সমতায় ফেরার জন্য আক্রমণাত্নক খেলতে শুরু করলে দুর্বল রক্ষণভাগের সুযোগ নেয় তাজিকিস্তান। যোগ করা সময়ে নোজিমের পাস থেকে ফাতখুল্লোর প্লেসিং শট দূরের পোস্ট দিয়ে জালে জড়ালে তখনই জয় নিশ্চিত হয়ে যায় তাজিকিস্তানের।
আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ফিলিস্তিন। এই ম্যাচে জয়ী দল আগামী শুক্রবার তাজিকিস্তানের বিপক্ষে বঙ্গবন্ধু গোল্ড কাপের শিরোপার লড়াইয়ে মাঠে নামবে।
কালের আলো/পিএম