ফুটবলে ব্রাজিল-স্পেনের সোনালি লড়াই আজ

প্রকাশিতঃ 2:19 pm | August 07, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ

ফাইনাল অভিজ্ঞতা নিকট অতীতে ভাল নয় ব্রাজিলের। গত মাসেই কোপা আমেরিকার ফাইনালে তারা হেরেছে আর্জেন্টিনার কাছে। মাস না ঘুরতেই ফের আরেকটি অর্জনের সামনে লাতিন আমেরিকান এই দেশটি। এবার সোনার পদক জয়ের হাতছানি। টোকিও অলিম্পিক ফুটবলের ফাইনালে মাঠে নামছে ব্রাজিল-স্পেন।

শনিবার (৭ আগস্ট) টোকিওর ইয়োকোহামা আন্তর্জাতিক স্টেডিয়ামে বিকেল সাড়ে পাঁচটায় মুখোমুখি হবে দুই দল।

অনূর্ধ্ব-২৩ দল নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় ব্রাজিলের সোনার পদক ধরে রাখার মিশন। আগেরবার নিজেদের মাঠে সোনা জিতেছিল নেইমাররা। এবারও সোনার পদক ঘরেই রাখতে চাইছে আলভেজরা।

অধিনায়ক আলভেজের কণ্ঠে আবারও সোনা জেতার দৃঢ় সংকল্প, আমি আমার দেশকে প্রতিনিধিত্ব করছি। আমাদের সেভাবেই তৈরি থাকতে হচ্ছে। ফাইনাল ম্যাচটি বিশেষ কিছু। কেননা এটা অলিম্পিক ফাইনাল। দলগতভাবে আমরা আত্মবিশ্বাসী।

ফাইনাল ম্যাচে সতীর্থদের সেরাটা দেওয়ার আহবান এই বর্ষীয়ান ডিফেন্ডারের, আগামী অলিম্পিকে কে খেলতে পারবে এটা বলা যায় না। তবে সেই সংখ্যাটা বেশি হবে না। এটাই আমাদের বিশেষ মুহূর্ত। আপনাকে এই সময়ের জন্য তৈরি থাকতে হবে। নিজের মুন্সিয়ানা দেখাতে হবে। এর জন্য আমরা পরিকল্পনা করেছি দিতে হবে সেরাটা। আমাদের দেশের জন্য।

ব্রাজিল টাইব্রেকারে মেক্সিকোকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। বিপরীতে জাপানকে শেষ মুহুর্তের গোলে হারিয়ে স্পেন ফাইনাল খেলতে যাচ্ছে।

ব্রাজিল ফুটবলে টানা দ্বিতীয় স্বর্ণ জয়ের জন্য মুখিয়ে। আর স্পেন ২৯ বছর পর অলিম্পিক ফুটবলে সোনা জয়ের জন্য অধীর হয়ে আছে। এই ম্যাচের আগে ব্রাজিল তারকা রিশার্লিসনের সামনে অনন্য এক রেকর্ড দিচ্ছে হাতছানি। আর দুই গোল হলেই অলিম্পিকে ব্রাজিল কিংবদন্তি রোমারিওর রেকর্ড স্পর্শ করবেন তিনি।

কথার যুদ্ধে অবশ্য কম যাচ্ছে না স্পেনও। ১৯৯২ সালে অলিম্পিকে প্রথমবার ফুটবল আসতেই, স্বর্ণ পদক জেতা দলটি এবার ফের চমক দেখাতে চায়। দলের তরুণ ফুটবলার যিনি ইউরোর সেরা তরুণ খেলোয়াড় সেই পেদ্রি দারুণ আশাবাদী।

টোকিও অলিম্পিকের ফাইনালের আগে বলছিলেন, ‘দেখুন, ফাইনালে সেরা প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে খেলব আমরা। ওদের দলে দারুণ কিছু ফুটবলার রয়েছেন। তাই জিততে হলে সেরাটা দিয়েই লড়তে হবে। আমরা প্রস্তুত!’

সব মিলিয়ে উপভোগ্য লড়াইয়ের মঞ্চ তৈরি টোকিওতে। ব্রাজিলের টানা দ্বিতীয় সোনা নাকি ২৯ বছরের আক্ষেপ ঘুচবে স্পেনের-উত্তর মিলবে আজই।

কালের আলো/টিআরকে/এসআইএল