বার্সাকে আনুষ্ঠানিক বিদায় জানাবেন মেসি

প্রকাশিতঃ 12:10 pm | August 08, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

বিদায় জানানোর ক্ষণ তবে চলেই এল। যে লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার বন্ধন এককালে অবিচ্ছেদ্য বলে মনে হতো, সেই বন্ধন ছিঁড়েছে আগেই। বার্সেলোনাই আনুষ্ঠানিকভাবে অবিশ্বাস্য ঘোষণাটা দিয়েছে দিন দু-এক হলো। বার্সেলোনা যা বলার বলে দিলেও, মেসি চুপই ছিলেন। আজ সেই নীরবতাও ভাঙছে।

ন্যু ক্যাম্পে এ বিষয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সেখানে উপস্থিত হবেন বর্তমান সময়ের সেরা এই তারকা ফুটবলার। সেখানেই তিনি সতীর্থ, কোচ এবং ক্লাব কর্মকর্তাদের কাছ থেকে বিদায় নেবেন।

প্রসঙ্গ, ছোট্ট একটা বিবৃতি দিয়ে মেসির বিদায়ের কথা জানিয়েছে ফুটবল ক্লাব বার্সেলোনা। ৯৯ শব্দের ওই বিবৃতির মাধ্যমেই ২১ বছরের সম্পর্কের ইতি ঘটেছে। এক সময়ে বলা হতো মেসি ও বার্সা একই আত্মা। সেই একই আত্মা আলাদা হয়েছে।

৮১০টি ম্যাচে ৬৮৩ গোল, ১০টি লা লিগা খেতাব, ৭টি কোপা ডেল রে, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতার রেকর্ড অতীত হয়ে গেল। এই পরিসংখ্যান আর এগোবে না। লিওনেল মেসিকে আর খেলতে দেখা যাবে না বার্সেলোনার হয়ে।

কালের আলো/আরএস/এমএইচএস