নাটোরে পিকআপভ্যান খাদে পড়ে নিহত ৬
প্রকাশিতঃ 4:20 pm | August 08, 2021

কালের আলো সংবাদদাতা:
নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা টোলপ্লাজা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপভ্যান খাদে পড়ে নারীসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনটি শিশুসহ পাঁচজন।
রোববার (৮ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে কাছিকাটা টোলপ্লাজার অদূরে বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তমাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, কুষ্টিয়া থেকে একটি পিকআপ ভ্যানে ১১ জন যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। পথে কাছিকাটা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খাদে পড়ে যায়।
তিনি আরও বলেন, এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। ছয়জন আহত হন। আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে এক শিশুর মৃত্যু হয়। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কালের আলো/টিআরকে/এসআইএল