১২টি পয়েন্টের ওপর ভিত্তি করে রায় হয়েছে
প্রকাশিতঃ 2:17 pm | October 10, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ১২টি পয়েন্টের ওপর ভিত্তি করে আদালত রায় দিয়েছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল।
বুধবার দুপুরে রায় ঘোষণা শেষে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
অ্যাডভোকেট কাজল বলেন, ২১ আগস্ট একটি ন্যাক্কারজনক হত্যাকাণ্ড। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতেই এ হামলা চালানো হয়েছিলো। আদালত মামলার ১২টি পয়েন্টের ওপর ভিত্তি করে রায় ঘোষণা করেছেন।
তিনি আরো বলেন, মামলায় সাবেক প্রতিমন্ত্রী লূৎফজ্জামান বাবার, বিএনপি আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে ফাঁসি দেওয়া হয়েছে। আর তারেক রহমান, হারিছ চৌধুরীসহ ১৯ জনকে যাবজ্জীবন দণ্ড হয়েছে।
কালের আলো/ওএইচ