বার্সাকে ‘বিদায়’ বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন মেসি
প্রকাশিতঃ 5:58 pm | August 08, 2021
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
মেসি ও বার্সেলোনা সমার্থক হয়ে গিয়েছিল গত ১৮ বছর ধরে। মেসি যে কোনওদিন বার্সা ছাড়তে পারেন, ভাবা যায়নি। গতবার অবশ্য পরিস্থিতি ছাড়ার মতোই ছিল, তবে শেষমেশ ঘটেনি এমনটা। এবার অবশ্য আর শেষরক্ষা হল না। দু’দিন আগেই বার্সেলোনার পক্ষ থেকে জানানো হয়, লিওনেল মেসি আর থাকছেন না। এর কারণ হিসেবে জানানো হয়, মেসির চুক্তি রিনিউ করতে পারছে না বার্সা।
রবিবার (৮ আগস্ট) ন্যু ক্যাম্পে সংবাদ সম্মেলনে বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছেন তিনি। এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।
বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার লিওনেল মেসি বলেন, বার্সেলোনায় থাকার জন্য এ বছর সব রকমের চেষ্টাই করেছি। কিন্তু লা লিগার নিয়মের কারণে সেটি আর সম্ভব হয়নি। তাই বাস্তবতা মেনে চলে যেতে হচ্ছে।
তিনি বলেন, ক্লাবটি ছেড়ে যাওয়া খুবই কঠিন, বিশেষ করে আমার পরিবারের জন্য। তারা শহরটিতে থাকতে চেয়েছিল। আমার স্ত্রী এবং তিন সন্তান কাতালান ও আর্জেন্টাইন। কিন্তু এখন বাস্তবতা মেনে নিতে হবে। নতুন স্থানে ও ভিন্ন পরিবেশে মানিয়ে নেওয়া কিছুটা চ্যালেঞ্জিং হবে। তবুও মানিয়ে নিতে হবে।
এ সময় সমর্থকদের ভালোভাবে বিদায় বলতে না পারা নিয়েও নিজের হতাশার কথা ব্যক্ত করেন মেসি। বলেন, মহামারির কারণে এখানে আমার সর্বশেষ বছর দর্শকশূন্য মাঠে খেলেছি। তাই তাদের বিদায় দিতে না পেরে খারাপ লাগছে।
তিনি বার্সেলোনা সতীর্থ, ক্লাব কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, এখানে থাকাকালীন বিস্ময়কর সব অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি এবং অনেক সুন্দর জিনিস পেয়েছি। সবকিছুর জন্য সবার প্রতি সত্যিই কৃতজ্ঞ।
কালের আলো/আরএস/এমএইচএস