মাস্টারমাইন্ড তারেকের ফাঁসি ও খালেদার বিচার চায় আ.লীগ
প্রকাশিতঃ 7:25 pm | October 10, 2018
দীর্ঘ ১৪ বছর পর ঘোষনা হয়েছে ২০০৪ সালের ২১ আগস্ট সংঘটিত নৃশংস গ্রেনেড হামলা মামলার রায়। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবনের আদেশ দেয়া হয়েছে।
তবে এ রায়ে পুরোপুরি সন্তুষ্ট না জানিয়ে এ ঘটনার মাস্টারমাইন্ড তারেক রহমানের ফাঁসির দাবি করেছে। একই সঙ্গে ওই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ারও বিচার দাবি করেছে আ.লীগ।
বুধবার (১০ অক্টোবর) বিকেলেআওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব দাবি জানান।
তিনি বলেন, আমরা এ রায়ে খুশি। দেরিতে হলেও এ রায়ের মধ্য দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। তবে পুরোপুরি খুশি হতে পারিনি। এ ঘটনার মাস্টারমাইন্ড, মূল প্ল্যানার, বিকল্প পাওয়ার সেন্টারের কর্ণধার তারেক রহমানের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত ছিলো।
কাদের বলেন, ‘তিনি এই ঘটনার মাস্টারমাইন্ড। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড তার প্রাপ্য। আমরা এই মুহূর্তে তারেক রহমানের ফাঁসি দাবি করছি। সেই সঙ্গে লূৎফজ্জামান বাবর ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। পূর্ণ মন্ত্রী ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাই তিনি দায়িত্ব এড়াতে পারেন না। আমরা তারও বিচার দাবি করছি।’
তিনি আরো বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা সরকারের কাছে এই মামলায় সর্বোচ্চ শাস্তির জন্য আপিলের দাবি জানাচ্ছি।