খুলনা বিভাগে করোনায় আরও ২৫ জনের মৃত্যু

প্রকাশিতঃ 1:34 pm | August 10, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৫৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ আটজনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে খুলনা ও ঝিনাইদহে পাঁচজন করে, যশোর, নড়াইল ও চুয়াডাঙ্গায় দুজন করে এবং মেহেরপুরে একজন মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ১ লাখ ১ হাজার ১৬২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৭০৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮০ হাজার ৯৩৪ জন।

কালের আলো/টিআরকে/এসআইএল