বর্ণাঢ্য ক্যারিয়ার নিয়ে জনস্বাস্থ্য প্রকৌশলের শীর্ষ পদে সাইফুর রহমান
প্রকাশিতঃ 10:31 am | October 11, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
দক্ষ ও মেধাবী কর্মকর্তা হিসেবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে সুপরিচিত বিসিএস ক্যাডারের কর্মকর্তা মো: সাইফুর রহমান। বর্ণাঢ্য ক্যারিয়ারের অধিকারী এই কর্মকর্তা নানা ধাপ পেরিয়ে এবার এই অধিদপ্তরের শীর্ষ পদে দায়িত্ব নিয়েছেন। বুধবার (১০ অক্টোবর) তিনি অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
ইঞ্জিনিয়ার সাইফুর রহমান রাজশাহী ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিভিল) ডিগ্রি লাভ করেন। ১৯৮৯ সালে তিনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে সহকারী প্রকৌশলী পদে যোগ দেন।
পরে পদোন্নতি পেয়ে নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে সুনাম ও সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তার গ্রামের বাড়ি পাবনা জেলায়। ব্যক্তিগতজীবনে স্ত্রী এবং এক কন্যা ও এক ছেলে রয়েছে স্বনামে খ্যাত এই শীর্ষ কর্মকর্তার।
কালের আলো/আরএম/এএ