রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে ১০ জনের মৃত্যু
প্রকাশিতঃ 11:15 am | August 11, 2021

কালের আলো সংবাদদাতা:
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৩ জন এবং উপসর্গ নিয়ে ৪ জন ও ৩ জন করোনা নেগেটিভ হওয়ার পর মারা যান।
বুধবার (১১ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি বলেন, এদের মধ্যে পাবনার ৩ জন, রাজশাহীর ২ জন, নাটোরের ২ জন, নওগাঁর ২ জন এবং চাপাইনবাবগঞ্জের একজন রয়েছেন।
ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৯ জন। এ নিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৩৬৩ জন।
এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩১৬টি নমুনা পরীক্ষায় ৯১ জনের করোনা পজেটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ২৮ দশমিক ৮০ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ৯১ নমুনায় ২৪ জনের পজেটিভ আসে। শনাক্তের হার ২৬ দশমিক ৩৭ শতাংশ।
কালের আলো/আরএস/এমএইচএস