মায়ের জানাজা পড়ালেন সমাজকল্যাণ মন্ত্রী
প্রকাশিতঃ 7:53 pm | August 12, 2021

কালের আলো সংবাদদাতা:
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ইমামতিতে তার মা শামসুন্নাহার বেগমের (৯০) নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) গ্রামের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ করিম উদ্দিন সরকারি কলেজ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
এ সময় জেলা প্রশাসক আবু জাফর, জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে তাকে পারিবারিক কবরস্থানে তার স্বামী সাবেক সংসদ সদস্য করিম উদ্দিন আহমেদের কবরের পাশে দাফন করা হয়। ইমামতি করার আগে মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদসহ তার ভাইয়েরা।
এর আগে গতকাল বুধবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ও ৭ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেকেই গভীর শোক প্রকাশ করেছেন।
কালের আলো/আরএস/এমএইচএস