আগামী ১৯ নয়, ২০ আগস্ট ব্যাংক বন্ধ
প্রকাশিতঃ 9:48 pm | August 12, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
পবিত্র আশুরা উপলক্ষে বৃহস্পতিবার (১৯ আগস্ট) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তে আশুরা শুক্রবার (২০ আগস্ট) নির্ধারণ হওয়ায় ছুটির তারিখও পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (১২ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের (ডিওএস) নির্দেশনায় বলা হয়েছে, আশুরা উপলক্ষে ঘোষিত ছুটি ১৯ আগস্টের পরিবর্তে ২০ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, ২০ আগস্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ছুটি থাকবে। যদিও এদিন শুক্রবার হওয়ায় এমনিতে সরকারি সব প্রতিষ্ঠান বন্ধ।
১০ মহররম মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের প্রতীক। বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমানরা ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে পালন করেন দিনটি। এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শহীদ হন। সেই থেকে মুসলিম বিশ্বে কারবালার শোকাবহ ঘটনাকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করা হয়।
কালের আলো/আরএস/এমএইচএস