সাংবাদিক কল্যাণ ট্রাস্টে ২০ কোটি টাকার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী
প্রকাশিতঃ 6:48 pm | October 11, 2018
বিশেষ প্রতিবেদক, কালের আলো:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত ২০ কোটি টাকা অনুদানের চেক সাংবাদিক নেতাদের কাছে হস্তান্তর হস্তান্তর করেছেন।
বৃহস্পতিবার (১১ অক্টোবর) গণভবনে তিনি সাংবাদিক কল্যাণ ট্রাস্টে ২০ কোটি টাকা অনুদানের চেক হস্তান্তর করেন।
এসময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য উপস্থিত ছিলেন।
এছাড়াও তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলমগীর এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের মহাসচিব সোহেল হায়দার চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে, গত ১৯ সেপ্টেম্বর দুর্ঘটনায় হতাহত ও অসচ্ছল সাংবাদিকদের সহায়তার জন্য গঠিত সাংবাদিক কল্যাণ ট্রাস্টে আরও ২০ কোটি টাকা অনুদানের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে বিভিন্ন গণমাধ্যমের মালিকপক্ষ, বিশেষ করে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর মালিকদের এই ট্রাস্টে বেশি বেশি অনুদান দেওয়ার আহ্বান জানান তিনি।
কালের আলো/এনএম