ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫

প্রকাশিতঃ 10:07 pm | August 14, 2021

কালের আলো সংবাদদাতা:

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ইমাম পরিবহনের ময়মনসিংহগামী একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়। এ সময় বাসের অন্তত ২০ যাত্রী আহত জন।

শনিবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার বৈলর বড়পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আহতদের উদ্ধার করে কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও কয়েকজনকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনিম সারোয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মহাসড়কে ট্রাকের বাম পাশের দুটি চাকা পাংচার হয়ে যায়। ট্রাকটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ঈমাম পরিবহনের হালুয়াঘাটগামী একটি বাস একে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই বাসের তিনজনের মৃত্যু হয়। তাদের মধ্যে বাসচালক আছেন কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আহতদের ফায়ার সার্ভিসের কর্মীরা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

কালের আলো/টিআরকে/এসআইএল