প্রভাবশালীর ভয়ে দীর্ঘদিন ঘরছাড়া, ফেরালো পুলিশ
প্রকাশিতঃ 10:33 pm | August 14, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ
প্রভাবশালীর ভয়ে কয়েক মাস ঘরছাড়া ছিলেন বাগেরহাটের এক ব্যক্তি। তিনি এ ব্যাপারে পুলিশ সদরদপ্তরের সহায়তা চান। তার সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ঘরে ফেরার ব্যবস্থা করে দিয়েছে পুলিশ।
দীর্ঘদিন পর বাড়িতে ফিরতে পেরে বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ওই বাসিন্দা। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত আছেন।
শনিবার (১৪ আগস্ট) বিকেলে পুলিশ সদরদফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মো. সোহেল রানা জানান, ওই ব্যক্তি পুলিশের ফেসবুক পেজে অভিযোগ করেন তার এলাকার একজন প্রভাবশালী ব্যক্তির ভয়ে তিনি ও তার বড় ভাই এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। দীর্ঘদিন বাড়িতে যেতে পারছেন না। এমন বার্তা পাওয়ার পরে প্রবলভাবে তাদের পাশে থাকবে জানিয়ে তাকে ও তার ভাইকে এলাকায় যেতে পরামর্শ দেয় মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং। বিষয়টি বাগেরহাট জেলার মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পাঠিয়ে এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয় মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।
তিনি জানান, বার্তা পেয়ে মোল্লারহাট থানার ওসি অভিযোগকারী তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। অভিযুক্ত ব্যক্তিকে জানানো হয়েছে, এই বিষয়ে সার্বক্ষণিক দৃষ্টি রাখবে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ। ভুক্তভোগী ও তার পরিবারের ওপর কোনো প্রকার চাপ সৃষ্টি হলে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। ভুক্তভোগীকে জানানো হয়েছে তার ও তাদের পরিবারের পাশে রয়েছে পুলিশ।
বাড়ি ফেরার পর পুলিশকে ধন্যবাদ জানিয়ে ওই ব্যক্তি লিখেছেন- আমি ও আমার পরিবারের প্রত্যেক সদস্য দীর্ঘদিন যাবৎ প্রতিটি মুহূর্ত নিরাপত্তাহীনতা ও দুশ্চিন্তায় ভুগছিলাম, পাশাপাশি হারিয়েছিলাম কষ্টে অর্জিত নগদ অর্থ। তখন আমাদের পরিবার ও আত্মীয়-স্বজনসহ সবার প্রতিটা সেকেন্ড/মিনিট/সময় কেটেছিল চরম মানসিক হতাশায়। আমি ও আমার বড়ভাই দীর্ঘ কয়েক মাস বাড়িতে যেতে পারিনি এবং আমার বৃদ্ধ মা-বাবাকে ও দেখতে পারিনি। সম্প্রতি আমাদের ঈদ কাটে পথে ঘাটে, এভাবে আমাদের জীবন যাপন চলছিল। অনেকের দ্বারে দ্বারে ঘুরে ব্যর্থ হয়ে ন্যায়বিচারের আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম।
‘স্যার, ঠিক এই মুহূর্তে আপনারা আমাদের জীবনে নতুন করে আশার আলো জ্বালিয়েছেন। অবশেষে গত ২৪ জুলাই এ সমস্যার সমাধান হলে বাড়িতে যাই। এখন স্বস্তিতে আছে আমার পরিবার ও আত্মীয়-স্বজনসহ এলাকাবাসী। আপনাদের সুদৃষ্টিতে আমরা আইনের আশ্রয় পেয়েছি। ফলে এই গ্রামের সাধারণ মানুষ হয়েছেন আইনের প্রতি গভীর শ্রদ্ধাশীল। আবারও প্রমাণিত হলো দেশে আইনের সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত আছে। চিরকৃতজ্ঞ আপনাদের প্রতি ও বাংলাদেশ পুলিশের প্রতি। আমাদের পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো।
কালের আলো/টিআরকে/এসআইএল