মমেক হাসপাতালে করোনা ইউনিটে ২৫ জনের মৃত্যু
প্রকাশিতঃ 12:53 pm | August 15, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের করোনার উপসর্গ দেখা দিয়েছিল।
রবিবার (১৫ আগস্ট) হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মৃতদের মধ্যে ময়মনসিংহের ১৮ জন, নেত্রকোনার ৩ জন, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল ও কিশোরগঞ্জের ১ জন করে রয়েছেন।
ডা. মো. মহিউদ্দিন খান মুন বলেন, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৪৬ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৩৫৯ জন এবং আইসিউতে ২১ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়েছেন ৫৯ জন।
এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৬৮৪ টি নমুনা পরীক্ষায় আরও ১৮৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭.১৯ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৯ হাজার ১৮১ জন। সুস্থ হয়েছেন ১৪ হাজার ২৮৪ জন।
কালের আলো/আরএস/এমএইচএস