কক্সবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ৭
প্রকাশিতঃ 1:06 pm | August 15, 2021

কালের আলো সংবাদদাতা:
কক্সবাজারের চকরিয়া উপজেলায় একটি মাইক্রোবাস রাস্তার পাশের ডোবায় পড়ে সাত জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চার জন।
রোববার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভেন্ডি বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকার ইসমাইলের স্ত্রী হাজেরা বেগম (৫৫), প্রদীপের স্ত্রী পূর্ণিমা (৩০), তার শিশুসন্তান স্বার্থক (২), ডুলাহাজারা এলাকার রতন বিজয় (৫৫) ও তার স্ত্রী মধুমিতা (৪৫)। অন্য দুজনের পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মালুমঘাট থেকে মাইক্রোবাসটিতে করে কয়েক জন চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বেড়াতে যাচ্ছিলেন। এর মধ্যে আজ সকালে চকরিয়া উপজেলার ভেন্ডি বাজারের কাছে পৌঁছালে দ্রুতগামী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে পাশের ডোবায় পড়ে গিয়ে পানিতে তলিয়ে যায়। এতে মাইক্রোবাসের সাত আরোহীর মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন মাইক্রোবাসটি থেকে নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করেন। এরপর আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যাওয়া হয়।
চকরিয়া হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রিয়াসাদ আজিম সিদ্দীকি বলেন, ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ আনা হয়েছে। হাসপাতালে আনার পর দুই শিশুর মৃত্যু হয়। আহত আরও কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কালের আলো/এসবি/এমআরপি