বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আইজিপি’র শ্রদ্ধা

প্রকাশিতঃ 3:32 pm | August 15, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

রবিবার (১৫ আগস্ট) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আইজিপি।

এ সময় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে আইজিপি ড. বেনজীর আহমেদকে সাথে নিয়ে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি এসবির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোঃ মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ডিএমপির উপ-পুলিশ কমিশনার (গুলশান) মোঃ আসাদুজ্জামানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে একে একে ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ঢাকা রেঞ্জের বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক এবং বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

কালের আলো/আরএস/এমএইচএস