বঙ্গবন্ধুর দেশপ্রেমের মহানুভবতায় করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে লেডিস ক্লাব (ভিডিও)

প্রকাশিতঃ 10:14 pm | August 15, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো :

বাঙালি জাতি এবং নিজের মধ্যে এক অবিভাজ্য মেলবন্ধন গড়েছিলেন স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পদ্মা, মেঘনা, যমুনার অন্তহীন বহমানতার সমান্তরালে পুরোদস্তুর ইতিহাসের মহানায়ক। দল-মত-ধর্ম-বর্ণ-জাত-পাত-শ্রেণি নির্বিশেষে দেশের মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা পরিপূর্ণ ছিল এই কালোত্তীর্ণ কিংবদন্তির রাজনৈতিক দর্শনে।

বাঙালি জাতির মহান নেতাকে হারানোর বেদনাবিধুর ও কলঙ্কের কালিমায় কলুষিত বিভীষিকাময় ইতিহাসের এক ভয়ঙ্কর দিনে তেপান্তর থেকে তেপান্তরে শোককে শক্তিতে রূপান্তর করে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাব।

বাঙালি জাতির চির আরাধ্য পুরুষের ভাবনা-চিন্তা, স্বপ্ন ও চেতনায় পরিপূর্ণভাবে লালন করেই দেশপ্রেমের মহানুভবতায় নিজেদের আলোকময় উপস্থাপন করেছে এই লেডিস ক্লাব।

হৃদয়ে গভীর রক্তক্ষর, অনুভূতি, উপলব্ধি ও মননশীলতার পরতে পরতে অসহ্য ও তীক্ষ্ণ যন্ত্রণা বয়ে যাওয়া শোকাবহ দিনটিতে তাঁর স্বপ্ন-সংগ্রাম ও অনি:শেষ দেশপ্রেম নিজেদের মননে, চেতনায় অমর-অব্যয় করে রাখতে বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনের আলোকে উদ্যোগী হয়েছেন তাঁরা।

বঙ্গবন্ধুর আদর্শের আলোকবর্তিকায় রোববার (১৫ আগস্ট) রাজধানীর গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ’র সহধর্মিনী এবং ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক বেগম নুরজাহান আহমেদ।

তাঁর উদ্যোগে ক্লাবের সব সদস্যদের পক্ষ থেকে জাতীয় শোক দিবসে ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় প্রায় শতাধিক গরিব ও অসহায় মানুষকে নগদ অর্থের পাশাপাশি কয়েক বেলা আহারের বন্দোবস্তও করে দেওয়া হয়।

ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক বেগম নুরজাহান আহমেদ দৃঢ়ভাবে বিশ্বাস করেন, ‘বঙ্গবন্ধুর সাধনা ছিল উন্নত-সমৃদ্ধ মহীয়ান-গরীয়ান সোনার বাংলার। সততা, নিষ্ঠা, একাগ্রতা, গভীর দেশপ্রেম এবং দেশের মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং দায়িত্ববোধই তাকে মহাকালের মহানায়কে পরিণত করেছে।’

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তার উদ্দেশ্যে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষকের আহবানে সাড়া দিয়ে ক্লাবের সব সদস্য নগদ অর্থ সহায়তা বাবদ প্রায় ২০ লক্ষ টাকা ও খাদ্য সামগ্রী নিয়ে এগিয়ে আসে।

ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের উদ্যোগে পর্যায়ক্রমে ১ হাজার ২০০ জন দুস্থ ও অসহায় মানুষকে সহায়তা প্রদান করা হবে। রোববার (১৫ আগস্ট) ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক বেগম নুরজাহান আহমেদ ১০০ জনেরও অধিক অসহায় নারী-পুরুষ ও শিশুকে এই সহায়তা প্রদান করেন। পরে তিনি অসহায় মানুষদের সার্বিক খোঁজখবরও নেন।

এ সময় লেডিস ক্লাব ঢাকা সেনানিবাসের সভানেত্রী, সহ-সভানেত্রী; সেনা পরিবার কল্যাণ সমিতি ঢাকা অঞ্চলের সভানেত্রী এবং চিল্ড্রেন ক্লাব ঢাকা অঞ্চলের সভানেত্রীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আইএসপিআর আরও জানায়, জাতির পিতা এবং তাঁর পরিবারের শাহাদাত বরণকারী অন্যান্য সদস্যদের আত্মার মাগফেরাতের উদ্দেশ্যে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর সকল লেডিস ক্লাব আগে থেকেই বিভিন্ন কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করে।

এসব উদ্যোগের গতিধারায় ঢাকা সেনানিবাস লেডিস ক্লাব ছাড়াও দেশের সব সেনানিবাসের লেডিস ক্লাব সারাদেশে করোনায় ক্ষতিগ্রস্থ দু:স্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছে। একই সঙ্গে ১৫ আগস্ট সকল সেনানিবাসে জাতির পিতার জীবনীর উপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন ও আলোচনাসহ সেনানিবাসস্থ মসজিদসমূহে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতেরও আয়োজন করা হয়।

কালের আলো/আরআই/এমএএএমকে