পুলিশের মধ্যস্থতায় সংসারে ফিরলেন বাড়িছাড়া গৃহবধূ
প্রকাশিতঃ 6:50 pm | August 16, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
প্রেম করে বিয়ে করলেও স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মিলে বাড়ি থেকে বের করে দিয়েছিল এক সন্তানের জননীকে। স্থানীয়ভাবে চেষ্টা করেও ফিরতে পারেননি শ্বশুরবাড়িতে। এমনকি নিজের ১৮ মাস বয়সি কন্যা সন্তানকেও কাছে পেতেন না।
এমতাবস্থায় ঢাকার এই নারী যোগাযোগ করেন বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইংয়ের সাথে। তিনি উইংকে জানান, তিনি সংসার করতে চান। জড়াতে চান না কোনো মামলায়।
এমন তথ্য পেয়ে অসহায় গৃহবধূর পাশে দাঁড়িয়েছে পুলিশ। পুলিশের মধ্যস্থতায় শ্বশুরবাড়ি ফির গেছেন গৃহবধূ।
সোমবার (১৬ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ঢাকা থেকে এক নারী বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইংকে লিখেছেন তার শ্বশুরবাড়ি ঝালকাঠি সদর থানার অধীনে। তিনি প্রেম করে বিয়ে করেছেন। পরে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়। তিনি তার স্বামীর সাথে শ্বশুরবাড়িতেই থাকতেন। তার প্রথম সন্তান মারা যায়।
তিনি আরও জানান, বর্তমানে ১৮ মাস বয়সের একটি কন্যা সন্তান রয়েছে তার। কিন্তু, তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। অনেকদিন সে তার শিশু সন্তানকে দেখতে পায় না। তার সাথে কোনো যোগাযোগও করতে দেয় না। স্থানীয়ভাবে সে চেষ্টা করেছে সংসারে ফিরে যেতে। কোনোভাবেই পারেনি। তিনি জানান, তিনি সংসার করতে চান। কোনো মামলায় জড়াতে চান না।
সদর দপ্তর জানায়, তার বার্তাটি পেয়ে মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং ঝালকাঠি সদর থানার ওসি মোঃ খলিলুর রহমানকে পাঠিয়ে নির্দেশনা দেয় ভিকটিম নারীকে সসম্মানে তার শ্বশুরবাড়িতে তুলে দেয়ার ব্যবস্থা করতে।
পরবর্তীতে ঝালকাঠির ওসির উদ্যোগে স্থানীয় জনপ্রতিধি ও গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতি ও মধ্যস্থতায় গৃহবধু নারীকে তার শ্বশুরবাড়িতে তুলে দেয়া হয়েছে। সন্তানকে বহুদিন পর কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সেই নারী।
এছাড়া শ্বশুরবাড়ির লোকজন ও স্বামীকে বলা হয়েছে গৃহবধুর যোগ্য মর্যাদা নিশ্চিত করতে এবং সেই নারীকেও পরামর্শ দেয়া হয়েছে সে নিজেও যেনো কোনো অপরাধ বা অন্যায় না করে। উভয়পক্ষকে বলা হয়েছে একটি শান্তিপূর্ণ সংসার জীবন নিশ্চিত করতে সবসময় তাদের পাশে থাকবে বাংলাদেশ পুলিশ।
কালের আলো/ডিএসবি/এমএম