প্রিমিয়ার লিগের প্রথম নারী রেফারি সালমা
প্রকাশিতঃ 9:47 pm | August 16, 2021
স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ
দেশীয় ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে প্রথম নারী রেফারি হিসেবে ম্যাচ পরিচালনার ইতিহাস গড়লেন সালমা আক্তার।
সোমবার (১৬ আগস্ট) কমলাপুরের শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে আরামবাগ-উত্তর বারিধারা ম্যাচে সহকারী রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করে ইতিহাস গড়েছেন সালমা আক্তার মনি। বাংলাদেশের প্রথম নারী রেফারি হিসেবে এই কীর্তি গড়লেন সালমা।
ম্যাচটিতে আরামবাগ ১-০ গোলে হেরে লিগ থেকে অবনমিত হয়।
খেলা শেষে ২৩ বছর বয়সী এই রেফারি বলেন, শুরুতে একটু নার্ভাস লাগছিল। প্রথমবার বলেই হয়ত এরকম লাগছিল। কিন্তু কিক অফের বাঁশি বাজতেই সব কিছু স্বাভাবিক হয়ে যায়।
নেত্রোকোনা থেকে উঠে এসে ইডেন কলেজ থেকে স্নাতক পাশ করে রেফারিংকে পেশা হিসেবে নেওয়া সালমা বলেন, আসলে রেফারিংয়ে আসার শুরুর দিক থেকে পরিবার, বন্ধু-বান্ধব সবার কাছ থেকে সহযোগিতা পেয়েছি। ফলে এগুলোর সঙ্গে মানিয়ে নিতে খুব একটা কষ্ট হয়নি।
সালমা আরও বলেন, আমি আসলে ফুটবল খেলার সুযোগ সেভাবে পাইনি। কিন্তু ফুটবলের সঙ্গে থাকতে চেয়েছি সবসময়। এ কারণেই রেফারিংয়ে আসা। আমাদের ওখানে মেয়েদের ফুটবল দল ছিল না, ফলে খেলার সুযোগ মেলেনি।
কালের আলো/টিআরকে/এসআইএল