১৫ আগস্টের নৃশংসতা জাতির গৌরবোজ্জ্বল ললাটে কলঙ্কতিলক : ডিজি ডিএফপি

প্রকাশিতঃ 10:42 pm | August 16, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো :

‘বেদনাবিধুর ১৫ আগস্ট একটি কলঙ্কিত দিন। সেই কালোরাতের নৃশংসতা কেবলমাত্র ইতিহাসের জঘন্যতম ঘটনা নয়, মুক্তিযুদ্ধজয়ী বাঙালি জাতির গৌরবোজ্জ্বল ললাটে একটি কলঙ্কতিলক’ এমন মন্তব্য করেছেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালক (ডিজি) স.ম.গোলাম কিবরিয়া।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের মুক্তিসংগ্রামী নেতাই ছিলেন না, তিনি ছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ এক বাঙালি-যিনি সারা বিশ্বের মুক্তিকামী মানুষেরও অনুপ্রেরণার উৎস।

জাতির পিতা শেখ মুজিবুর রহমানের মতো মহান স্বাধীনতা সংগ্রামী মানবদরদি দেশপ্রেমিকের মৃত্যু নেই। তাঁর প্রতি জাতির শ্রদ্ধা ও ভালোবাসা অকৃত্রিম। বঙ্গবন্ধুর আজীবন আপসহীন সংগ্রামের জীবনগাঁথা আমাদের সামনে আলোকবর্তিকা হয়ে থাকবে।’

সোমবার (১৬ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) নামাজঘরে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এ সময় আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস-চেয়ারম্যান মো. জসীম উদ্দিন এবং গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মো. তৈয়ব আলী। দোয়া মাহফিলে ডিএফপিতে সংযুক্ত সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার মো. কামরুজ্জামান, ডিএফপির পরিচালক মোহাম্মদ আলী সরকারসহ অধিদপ্তরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ শাহাদাতবরণকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

কালের আলো/জিকেএম/এমকে