তালেবানকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করলো ফেসবুক

প্রকাশিতঃ 3:47 pm | August 17, 2021

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

তালেবানকে ‘জঙ্গি সংগঠন’ আখ্যা দিয়ে নিজেদের প্ল্যাটফর্মে নিষিদ্ধ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। একইসঙ্গে তালেবানকে সমর্থন করে পোস্টও নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের খবরে জানিয়েছে, বছরের পর বছর তলেবান সামজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের বার্তা ছড়িয়ে আসছিল।

ফেসবুকের এক মুখপাত্র বিবিসিকে বলেন, যুক্তরাষ্ট্রের আইনে তালেবান সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ। আমরাও আমাদের ‘বিপজ্জনক সংগঠন’ নীতিমালার আওতায় সব ধরনের সেবা থেকে গোষ্ঠীটিকে নিষিদ্ধ করেছি।

ফেসবুক বিবিসিকে জানিয়েছে, তারা যদি হোয়াটসঅ্যাপে তালেবানের সঙ্গে সংযুক্ত কোনো অ্যাকাউন্ট দেখতে পায়, তাহলে তারা ব্যবস্থা নেবে। নিজেদের প্ল্যাটফর্মে তালেবান বিষয়ক তথ্যের বিষয়ে কোনো ব্যবস্থা না নেওয়ার কারণে সমালোচনার মুখে পড়েছে টুইটার ও ইউটিউবও।

কালের আলো/আরএস/এমএইচএস