শাহ আমানত বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর অনুমতি

প্রকাশিতঃ 9:20 pm | August 17, 2021

কালের আলো সংবাদদাতা:

বৈশ্বিক মহামারি করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট ওঠা-নামার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৭ আগস্ট) শাহ আমানত বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ ও উড্ডয়নের নির্দেশনা পেয়েছি। তবে কখন থেকে বিমান অবতরণ-উড্ডয়ন শুরু হবে তা নির্ভর করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ বেসরকারি উড়োজাহাজ কোম্পানিগুলোর ওপর।

ফরহাদ হোসেন খান জানান, করোনা টেস্ট সনদ, করোনা ভ্যাকসিন সনদসহ করোনা পরিস্থিতিতে আরোপিত আন্তর্জাতিক নিয়ম, বিধি মেনেই ফ্লাইট পরিচালনা করতে হবে। বিমানবন্দরে যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে।

করোনা পরিস্থিতির আগে স্বাভাবিক সময়ে বিভিন্ন এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে দুবাই, মাস্কাট, কলকাতা, চেন্নাইসহ বিভিন্ন গন্তব্যে ফ্লাইট চালু ছিল।

কালের আলো/আরএস/এমএইচএস