রৌমারীতে ১৬৮০ পিস ইয়াবাসহ আটক ৩
প্রকাশিতঃ 9:49 pm | August 17, 2021

কালের আলো সংবাদদাতা:
কুড়িগ্রামের রৌমারীতে ১৬৮০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ৩ যুবককে আটক করেছে র্যাব-১৪।
মঙ্গলবার (১৭ আগস্ট) রৌমারী সদরের গরু হাট এলাকা থেকে আটক করা হয়। পরে তাদেরকে রৌমারী থানায় হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলো-কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের উত্তর নামাজের চর গ্রামের মৃত সোনাউল্লাহর ছেলে শেখ ফরিদ (৩০), একই গ্রামের মংলা শেখের ছেলে বাবু মিয়া (২৬) ও হাফিজ উদ্দিনের ছেলে দুলাল হোসেন (২২)।
জামালপুর র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার ও স্কোয়াড লিডার মেজর আশিকুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তিন যুবককে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি চালিয়ে ১৬৮০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তাদের রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছির বিল্লাহ জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
কালের আলো/আরএস/এমএইচএস