চট্টগ্রামে আরও ১১ জনের মৃত্যু
প্রকাশিতঃ 12:27 pm | August 18, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৩৮ জন করোনা শনাক্ত হয়েছে।
বুধবার (১৮ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় দুই হাজার ১৮টি। নতুন আক্রান্তদের মধ্যে ২২৬ মহানগর এলাকা এবং ১১২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হাটহাজারী উপজেলায়, ৩৩ জন। এ ছাড়া ফটিকছড়ি উপজেলায় ২৬ জন, রাউজান উপজেলায় ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় দুই হাজার ১৮টি নমুনা পরীক্ষা করে ৩৩৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
আগের দিন মঙ্গলবার চট্টগ্রামে করোনায় ১১ জনের মৃত্যু হয়। এদিনে দুই হাজার ২৫০টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৪৩৮ জনের।
কালের আলো/টিআরকে/এসআইএল